চীনের হুমকি, ভারতকে সঠিক পথে চলার আহবান

Facebook
Twitter
Pinterest
Linkedin
ReddIt
চায়না

গত মঙ্গলবার চাইনিজ সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ভারতের উচিত তাদের সেনাবাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং সমস্যা নিরসনে সংলাপ ও আলোচনায় ফিরে আসা।

পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র জাং শুইলি সোমবার রাতে ভারতীয় সৈন্যরা লাইন পার করার পর চীনা ও ভারতীয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর মধ্যে শুরু হওয়া এক ভয়াবহ শারীরিক লড়াইয়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এই মন্তব্য করেন। তিনি আরো দাবী করেন ভারতীয় সেনাবাহিনী গায়ের জোরে চীনের সীমানা অতিক্রম করে এবং উস্কানিমুলক হামলা চালায়।

বিবৃতিটি চীনের টুইটার খ্যাত পিএলএ ডেইলির অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্ট প্রকাশ করে।

তিনি বলেন “আমি দাবী জানায় ভারতের উচিত তাদের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা এবং আলোচনার মাধ্যমে এর সঠিক সমাধান করা। চায়না এবং ভারত এক সাথে কাজ করে এর সমাধান করতে পারে।”

উল্লেখ্য গত সোমবার চীন এবং ভারতের সীমান্ত এলাকা লাখাদে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় যাতে ভারতের তিন সৈন্য নিহত হয়। এর পর থেকে সেখানে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে আজ ওয়াশিংটন পোষ্টের এক খবরে বলা হয় ভারতের ২০ সেনা এই হামলায় নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here