আটটি বাড়িসহ এক বিশাল এলাকা কিভাবে পানির তলে চলে গেল, ভিডিওসহ

Facebook
Twitter
Pinterest
Linkedin
ReddIt
নরওয়ে

আটটি বাড়িসহ একটি বিশাল এলাকা পানির তলে বিলিন হয়ে গেল। আর এমনটিই হয়েছে নরওয়েতে। গরকাল ড্রোন থেকে ধারন করা এক ভিডিওতে দেখা যায় নরওয়ের আলট্রা শহরের সাগর পাড়ের একটি পুরো এলাকা আটটি বাড়িসহ সাগরের দিকে চলে যাচ্ছে।

৮০০ মিটারের দীর্ঘ এবং ৪০ মিটার উচ্চতার জমিটি আস্তে আস্তে পানির তলে গেল। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু সেই সময় বাড়ির ভিতর একটি কুকুর ছিলো যেটি পরে সাঁতরে কুলে ফিরে আসে। পরে সেটিকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

লোকাল পুলিশ জানায় তারা এই বিষয়টি নিয়ে দেখছেন। এভাবে ভূমিধ্বস কারোরই কাম্য নয়।

ইতিমধ্যে বাড়ির বেশ কিছু জিনিস আবার কুলে ফেরত এসেছে এবং উদ্ধারকারীরা বেশ কিছু মাটি ফিরিয়ে আনতে পেরেছেন।

29215170 8387665 image a 7 1591268475680

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here