আজ ৪ জুন চীনের একটি স্কুলে একজন আক্রমণকারী ছুরি নিয়ে হামলা করলে ৩৭ জন শিশুসহ মোট ৪০ জন আহত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনএন চায়না লোকাল নিউজের সুত্র দিয়ে এ খবর জানিয়েছে। এ ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংশু প্রদেশের একটি স্কুলে। তবে তাদের কারোরই অবস্থা তেমন গুরুত্বর নই। জানা গেছে বাচ্চাদের সবাই হালকা আঘাতের শিকার হয়েছেন। তবে ঐ স্কুলের তিনজন মারাত্মক আঘাতের শিকার হয়েছেন।
ইতিমধ্যে পুলিশ আক্রমণকারীকে গ্রেফতার করেছে। এবং লোকাল একটি ম্যাগাজিনের তথ্যমতে আক্রমণকারী ঐ স্কুলের গার্ডের চাকরি করতো। তবে ঠিক কি কারনে তিনি এই হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি।
ঐ স্কুলের সকল বাচ্চার বয়স ৬ থেকে ১২ বছর।
তবে চায়নাতে স্কুলে এমন আক্রমনের ঘটনা নতুন না। কয়েকবছর ধরেই এমন ঘটনা চায়নাতে লক্ষ্য করা যাচ্ছে।
২০১৮ সালের অক্টোবর মাসেও একজন মহিলা রান্নার কাজে ব্যবহার করা ছুরি দিয়ে একটি স্কুলের ১৪ জন বাচ্চাকে আহত করে।
২০১৮ সালের এপ্রিল মাসে ২৮ বছরের এক যুবক ৯ জন বাচ্চাকে একটি স্কুলে কুপিয়ে হত্যা করে। আর এটি ঘটে চীনের শানশি প্রেদেশে। পরে ঐ যুবকের মৃত্যুদণ্ড দেয়া হয়।
২০১৭ সালেও একটি স্কুলের দেয়াল বেয়ে উঠে একজন ১১ জন বাচ্চাকে আহত করে।