চীনের সাথে সকল ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে আমেরিকা। এখন থেকে কোন বিমান চায়না থেকে আমেরিকা যেতে পারবেনা। এমনকি আমেরিকা থেকেও কোন বিমান চায়নাতে আসতে পারবেনা। আর এই নতুন নিয়ম কার্যকর হবে জুনের ১৬ তারিখ থেকে।
আমেরিকান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপিতে জানানো হয় জুনের ১৬ তারিখ থেকে চায়নার সকল যাত্রীবাহী বিমান আমেরিকায় বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য চায়না চারটি বিমান সংস্থা আমেরিকায় ফ্লাইট পরিচালনা করে। তবে ট্র্যাম্প চাইলে এই নিয়ম আরো আগেই কার্যকর হতে পারে।
চায়নার সাথে ফ্লাইট বন্ধ ঘোষনার কারন হল, করোনাভাইরাসের কারনে চায়না অনেক দেশের সাথেই তাদের বিমান চলাচল বন্ধ ঘোষণা করে। ইউনাইটেড এয়ারলাইনস এবং ডেল্টা এয়ারলাইনস কে বিমান চালুর পুনরায় অনুমতি দিতে চায়না অনেক সময় নিচ্ছে যার কারন আমেরিকা এই নিষেধাজ্ঞা দিল।
আমেরিকান পরিবহন মন্ত্রনালয় জানায়, চায়না দুই দেশের মধ্যে বিমান চলাচলের চুক্তি ভঙ্গ করেছেন। যেটার মাধ্যমে দুই দেশই তাদের বিমান দুই দেশে পরিচালন করতে পারে।