আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শুক্রবার ব্রেন স্ট্রোক করেন যার ফলে জরুরীভাবে তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায় তিনি আজ ভোর রাতে করোনাভাইরাসের কারনে ব্রেন স্ট্রোক করেন। যার কারনে তাঁর অস্ত্রোপচার জরুরো হয়ে পড়ে। কিন্তু এর আগেই ৪ জুন থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
একাধিক সুত্রে জানা গেছে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। এবং তাকে ৪৮ ঘন্টা আইসিইউতে রাখা হবে। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এর আগে এই মাসের এক তারিখ তিনি নিজেই করোনাভাইরাসের লক্ষণ নিয়ে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আর ঐ দিনই তার করোনাভাইরাস পজিটিভ আসে। প্রধানমন্ত্রী নিজেই তার শারীরিক অবস্থার খোজ রাখেন এবং ঐ দিনই তিন রাতের মধ্যেই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে নেওয়ার নির্দেশ দেন।