সৌদি আরবে বরিবার (গত ২৪ ঘন্টায়) নতুন করে ৩ হাজার ৪৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আর এর মধ্য দিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক লাখ পার হয়ে গেল। এখন দেশিটিতে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ এক হাজার ৯১৪ জন। আর মোট মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৭১২ জন।
রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে বলে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এবং মারা গেছে ৩৬ জন।
একদিনে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মত ৩ হাজার ছাড়ায় গত শনিবার।
গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী রিয়াদে ৭১৭ জন। তারপরেই আছে মক্কাতে ৬২৩ জন এবং পবিত্র শহর মক্কাতে নতুন শনাক্ত হয়েছে ৩৫১ জন।
এদিকে গত শনিবার থেকে জেদ্দায় ১৫ দিনের কারফিউ জারি করা হয়েছে। জেদ্দায় এখন আক্রান্তের সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে। এখানে ১৭ হাজার ২১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী রিয়াদে ২৪ হাজার ৯৫৭ জন। তারপরেই আছে মক্কা ১৭ হাজার ৬১৬ জন।