ইন্ডিয়াতে করোনাভাইরাসে সংক্রমণ দিন দিন হু হু করে বেড়েই চলেছে। বেশ আগেই আক্রান্তের দিক থেকে চায়নাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে আক্রান্তের দিক থেকে মোদীর দেশ সারা বিশ্বে সাত নম্বরে আছে।
গত ২৪ ঘন্টায় করনোভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৭৩ জন। প্রথম আক্রান্ত হবার পর থেকে আজকেই সবচেয়ে বেশি মারা গেল। আর সবচেয়ে বেশি মারা গেছে মহারাষ্ট্রে। এদিকে সব মিলিয়ে মোট মারা গেছে ৬ হাজার ৩৪৮ জন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় গত চারদিনে ভারতে কোভিড-১৯ রোগে মারা গেছে ৯০০ অধিক লোক। ইন্ডিয়াতে প্রথম মারা যায় মার্চের ১২ তারিখ। আর ১০০০ লোক মারা যায় এপ্রিলের ২৯ তারিখের মধ্যে। প্রথম এক হাজার মারা যেতে সময় নেই ৪৮ দিন। তারপর ক্রমেই বেড়ে চলেছে মারা যাবার সংখ্যা।
গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৯৮৫১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২.২৬ লক্ষের বেশি হলো। সেরে উঠেছে ৪৮ % করোনা রোগী। আর মোট আক্রান্ত রোগী আছে এখনো এক লক্ষ দশ হাজার ৯৬০ জন।
সবচেয়ে খারাপ অবস্থানে আছে মহারাষ্ট্র প্রদেশ।