একটি হত্যাকে কেন্দ্রকে করে বিক্ষোভে ফুসে উঠেছে আমেরিকা আর এতেই মহাখুশিতে আছেন চায়না, রাশিয়া , ইরান এবং অগ্রজ তুরস্ক। ঠিক এমনতাই দাবি করেছে ইজরাইল ভিত্তিক জনপ্রিয় পত্রিকা জেরুজালেম পোস্ট।
১৯৮৯ সালে রাশিয়া ভেঙ্গে যাওয়ার পর থেকে আমেরিকা হয়ে উঠেছে বিশ্বের সুপারপাওয়ার দেশ। কিন্তু রাশিয়াও থেমে নেই। ইতিমধ্যে রাশিয়া, চায়না ,ইরান এবং তুরস্ক মিলে গড়ে তুলেছে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন। এমনকি আমেরিকা যেসব সংগঠনকে নিরব এই দেশগুলো সেখানে সরব। আর ঠিক এই ভাবেই তারা অপেক্ষায় রয়েছে আমেরিকার পতনে।
ঠিক এসব বিষয়ে স্পষ্ট করে এমনটাই দাবী করেছে জেরুজালেম পোষ্ট।
এসব দেশগুলো আমেরিকাকে আঘাত করতে গড়ে তুলেছে নিজেদের শক্তিশালী সংবাদমাধ্যম। এর মধ্যে যেমন আছে আরটি, আরটিআর, ইরানের তাসনিম অথবা ফার্সি নিউজ। আর চায়নার আছে অনেক গুলো সংবাদমাধ্যম যেমন চায়না ডেইলি, শিনহুয়া নিউজ, সিনা নিউজ। আর এসব দেশের প্রধান লক্ষ্য হলো আমেরিকা নিয়ে নেগেটিভ নিউজ প্রকাশ করা এবং সময় বুঝে তাদের স্বার্থ হাসিল করা।
ইতিমধ্যে বেশ কিছু সংবাদমাধ্যম দাবী করে করে যদি করোনাভাইরাস না আসত তবে হয়তো ইরান এবং আমেরিকা আবার মুখোমুখি চলে আসত।
করোনাভাইরাসের কারনে বর্তমানে আমেরিকা এবং চায়না মুখোমুখি ঠান্ডা যুদ্ধে চলে এসেছে। ১৬ তারিখ থেকে আমেরিকা চায়নার সমস্ত ফ্লাইট বাতিল করতে যাচ্ছে।