মেসির জন্মই যেন হয়েছে বার্সালোনা ক্লাবের জন্য। এর আগেও অনেকবার অনেক কথাই শোনা গেছে যে তিনি বার্সালোনা ছেড়ে যাবেন। তখন তিনি নিজেই আবার ঘোষণা দিয়েছেন বার্সালোনাতেই থাকবেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ র মতে এই মেসির সাথে বার্সার চুক্তি শেষ হবে ২০২১ সালের ৩০ জুন। তবে তিনি চাইলেই এই জুনে বার্সা ছেড়ে যেতে পারবেন ফ্রিতে। কিন্তু মেসি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি বার্সা ছেড়ে কোথাও যাবেন যাচ্ছেন না।
মেসি না রোনালদো কে সেরা এনিয়ে সবসময়ই বিতর্ক ছিলো। মেসি এ পর্যন্ত ছয়বার ব্যালন ডি অর্জন করেছেন। অপরদিকে রোনালদো পাঁচজন। তবে তারা দুজনেই যে সেরা খেলোয়ার তা নিয়ে কারোর বিতর্ক না থাকারই কথা।
এদিকে করোনাভাইরাসের কারনে সবরকম খেলায় বন্ধ রয়েছে। আশা করা যাচ্ছে খুব জলদি আবার খেলার মাঠে ফিরবেন তারা।