রাশিয়াতে করোনাভাইরাসের রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। আর এর মধ্যেই এক নার্স বিকিনি পরে করোনা রোগীর চিকিৎসা দিতে গিয়ে বেশ সমালোচনার মুখোমুখি পড়েছেন।
চিকিৎসা দেবার সময় তার কোন একজন রোগী ছবি তুলে সোস্যাল মিডিয়াতে দেয়। আর তাতেই তিনি রীতিমত রাতারাতি তারকা বনে চলে গেছেন। তবে হাসপাতালের পোশাকের নিয়ম ভঙ্গ করায় চাকরি চলে গেছে।


তবে চাকরি গেলেও তাকে নিরাশ হতে হচ্ছেনা। ইতিমধ্যে রাশিয়ার একটি বিখ্যাত বিকিনি তৈরির প্রতিষ্ঠান তাকে মডেল বানানোর ঘোষনা দিয়েছেন।
কিন্তু ঠিক কি কারন তিনি বিকিনি পরে তার উপর স্বচ্ছ পিপিই পরেছেন তার উত্তরে তিনি বলেন এখন রাশিয়ার আবহাওয়া বেশ গরম আর পিপিই পরলে অনেক বেশি গরম লাগে এতে করে চিকিৎসা অনেক অসুবিধা হয়। তিনি আরো বলেন যদি এখন শীতকাল হতো তবে তিনি এমনটি করতেন না।
দ্যা ডেইলি মেইলের এক খবরে নার্সের নাম বলা হয় নাদিয়া (২৩)। তিনি বিকিনির উপর পিপিই পরেছিলেন।

হাসপাতাল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। তবে ঠিক কি ব্যবস্থা নেয়া হবে সেটা বলা হয়নি। কিন্তু তার পাশে ইতিমধ্যে এসে দাড়িয়েছেন রাজনীতিবিদ এবং তার সহকর্মীরা।