করোনাভাইরাস যেন কাউকে ছাড় দিচ্ছে না। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার। তিনি আজ রবিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুরবণ করেন। স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায় তিনি মারা যাবার সময় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হবার পর তাকে এখানে আনা হয়। তাঁর আগে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা করা হয়।