আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন। আর নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জন।
এনিয়ে সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ষাট হাজার ছাড়িয়ে গেছে। মোট শনাক্ত ৬০ হাজার ৩৯১ জন। আর মোট মৃতের সংখ্যা দাড়ালো ৮০০ ছাড়ালো।
নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮ জন। আর এ সংখ্যাটি গতকাল ছিলো ১২ হাজার ৬৯৪। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি নমুনা।
তিনি বলেন এখন দেশের ৫০ টি সরকারি-বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। আরো সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।