বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার তথ্যমতে গত ২৪ ঘন্টায় নতুন করোনায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। আর মারা গেছেন ৩৭ জন।
এদিকে বাংলাদেশে আজ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। আর মারা যাওয়া করোনা রোগীর সংখ্যা ৭৪৬ জন।
ডা. নাসিমা জানান এখন সারাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫০ টি ল্যাবে করোনার পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য গতকালও ৫২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। তবে দুটি কমার কোন কারন তিনি উল্লেখ করেননি।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫১০ জনের করোনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৩ লাখ ৪৫ হাজার ৪৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ডা. নাসিমা জানান করোনা ভাইরাসে মৃত ব্যক্তির জন্য আলাদা কবরস্থানের দরকার নেই। সতর্কতা মেনে পারিবারিক কবরস্থানেও দাফন করা যাবে। তিনি আরো বলেন মৃত ব্যক্তি করোনা ভাইরাস ছাড়ায়না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।