দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে ২৯১১ জন। এ পর্যন্ত এটাই একদিনে সবচেয়ে বেশি শনাক্ত। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৫২ হাজার ৪৪৫ জনে।
আবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৭০৯ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো বলেন দেশে গত ২৪ ঘন্টায় ৫২ টি ল্যাবে মোট ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯৫০টি। আর এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭টি নমুনা।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা। আর সবচেয়ে বেশি মারা গেছে চট্টগ্রাম বিভাগে ১৫ জন। তারপরেই আছে ঢাকা বিভাগ ১০ জন।