গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ২৫৪৫ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৪৭ হাজার ১৫৩ জন । আর এদিকে আজ দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে করোনাভাইরাসে ৪০ জন। মোট মৃত্যু সংখ্যা দাড়ালো ৬৫০ জন।
প্রতিদিনের মত আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে আজ করোনাভাইরাস নিয়ে তথ্য দেন।
তিনি বলেন নতুন করে সরকারী এবং বেসরকারি ভাবে দুইটি ল্যাব যুক্ত করা হয়েছে করোনা টেস্ট করার জন্য। সব মিলিয়ে এখন মোট ৫২ টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। সবাইকে দূরত্ব বজায় এবং মাস্ক পরিধান করতে বলেন।