কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২ হাজার ৫৭ জন সদস্য। এ খবর নিশ্চিত করেছেন বিবিসি বাংলা। ২,০৫৭ জনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সদস্য ও আছেন।
এদিকে সেনাবাহিনীর সদস্যদের পরিবারবর্গ ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জনসহ মোট ২,৭৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
আর তিনজন ডিউটিরত সদস্য সহ মারা গেছেন ১৭ জন। মারা যাওয়া ১৪ জনের বয়স ছিলো ষাটের বেশি।
এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,৪৬১ জন। আর ১,৩১০ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।