বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞানী, রাজনীতিবিদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর ফুস্ফুক ঠিকভাবে কাজ করছে না যার কারনে তাকে সারাক্ষন অক্সিজেন দেওয়া হচ্ছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বর্তমানে জাফরুল্লাহ স্যারের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এ জন্য তাকে সার্বক্ষণিক অক্সিজেন দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে। খাওয়া-দাওয়ার পরিমাণ কিছুটা কমে গেছে। ডাক্তার বলছেন তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সারাক্ষন নজরে রাখা হচ্ছে। বর্তমানে তিনি তাঁর নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা নিচ্ছেন।