কিছুদিন ধরেই কয়েকজন সংসদ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া তবে এই প্রথম কোন মন্ত্রীর করোনা শনাক্ত হলো। বিশ্বস্ত সুত্রে জানা গেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কিছুদিন ধরেই মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। এদিকে আবার করোনায় আক্রান্ত হলেন। করোনা ছাড়াও তিনি আরো কিছু রোগে ভুগছেন যেমন ডায়বেটিস। তবে করোনাভাইরাস আক্রান্তের পর তাকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।