করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমান বাংলাদেশের এক কর্মকর্তার মৃত্যু

Facebook
Twitter
Pinterest
Linkedin
ReddIt
করোনাভাইরাস

আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্ত ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা মারা গেছেন। তার নাম জানা গেছে মো. জয়নাল আবেদীন  (৫৩)। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ার বিভাগে জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাজার রেলগেট সংলগ্ন মোল্লারবাড়ি এলাকায় বসবাস করতেন জয়নাল। বেশ কিছুদিন আগে থেকে তিনি অসুস্থতার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

তার অসুস্থার কথা তার পরিবার থেকেই শুক্রবার প্রথমে বিমান বাংলাদেশের অফিসকে জানানো হয়। এরপর বাংলাদেশ বিমানের পক্ষ থেকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আরো জানা গেছে তার স্ত্রী হাফিজা সুলতানাও করোনাভাইরাসে আক্রান্ত এবং তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের সাথে কথা বলে জানা গেছে গত মঙ্গলবার থেকেই তার শরীরে জ্বর আসে। প্রথমে মৌসুমী জ্বর ভাবলেও পরে জ্বর না কমায় করোনা পরীক্ষায় তাদের পজিটিভ আসে। তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু শুক্রবার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here