আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে। এ কথা জানিয়েছেন দেশের প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।
এই মাসের এক তারিখ তিনি শ্যামলীর একটি হাসপাতালে করোনাভাইরাসে লক্ষণ নিয়ে ভর্তি হন। ঐ দিন রাতেই তার করোনা পজেটিভ আসে। এর মধ্যে মাঝে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল।
কিন্তু বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আর শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করে। যার ফলে তাকে জরুরী ভাবে অপারেশন করা হয়। প্রথমে ডাক্তাররা তাকে ৪৮ ঘন্টার জন্য পর্যবেক্ষণ করে।
আজ শনিবার তার অবস্থার তেমন উন্নতি লক্ষ্য করা যাচ্ছেনা। অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বলেন উনার আগে থেকে ব্লাড প্রেসার আছে এবং সাথে ডায়াবেটিস ও আছে। তারপর আবার করোনা ভাইরাস আক্রমণ করেছে। এতে করে উনি আসলেই সংকটাপন্ন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উনার খোজখবর রাখছেন। উনার পরামর্শেই আজ ছয় সদস্যের এক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবং এই টিম ইতিমধ্যে একটি বোর্ড মিটিং করে তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।