জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে চলমান প্রতিবাদে যুক্তরাষ্ট্রে সাংবাদিক নির্যাতনের ব্যাপারে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের জবাব চান সজীব ওয়াজেদ জয়। এর আগে বাক স্বাধীনতার বিষয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাসের মন্তব্য আশা করেছিলেন তিনি।
তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে সিএনএনের এক নিউজ শেয়ার করার মাধ্যমে বলেন “US police arresting a CNN reporter live on TV while reporting. I would like a comment about freedom of speech from the US and UK embassies in Dhaka now!”
যার বাংলা দাঁড়ায় ” আমেরিকান পুলিশ সিএনএনের একজন সাংবাদিককে সরাসরি সম্প্রচারের সময় গ্রেফতার করছে। আমি ঢাকাস্থ আমেরিকা এবং ইংল্যান্ডের দুতবাসের কাছ থেকে স্বাধীনতার বিষয়ে তাদের মন্তব্য আশা করি।”
এর আগে তিনি আরেকটি নিউজ শেয়ার করে বলেন “এগুলো আমেরিকার প্রতিদিনের ঘটনা।”