সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সোমবার (১ জুন) সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হন।
তারপর রাতেই তার করোনা ভাইরাস পজিটিভের খবর পাওয়া যায় এটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নিশ্চিত করেন।
এদিকে তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে এবং তিনি এ বিষয়ে নিয়মিত খোজখবর নিচ্ছেন। ইতিমধ্যে অবস্থার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিএমএইচে নেয়ার জন্য বলেছেন।
তিনি ঠিক কিভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছে এ বিষয়ে তেমন কিছু বলা হয়নি। তবে মোহাম্মদ নাসিমের স্ত্রী ও তার গৃহকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন বলে একটি সুত্রে জানা গেছে। তবে তাদের দুজনেই বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন এবং ভালো আছেন। হয়তো তিনি তাদের মাধ্যমে করোনায় আক্রান্ত হতে পারেন।