English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ৪:৫৫ পূর্বাহ্ণ
ঢাকা, বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২০ ইং , ৮ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে ভুল করে ছাড়া পেলো করোনা আক্রান্ত রোগী

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Last updated on ফেব্রুয়ারি ১৮, ২০২০ at ০৯:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে ভুলবশত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ল্যাবরেটরিতে ত্রুটি থাকায় ওই রোগীর ল্যাব রিপোর্টে করোনা আক্রান্তের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ওই রোগীকে বাড়ি ফেরার অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো হাসপাতাল।

গতকাল মঙ্গলবার ‘সেন্ট্রারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

সিডিসির মুখপাত্র ক্রিসটেন নর্ডলান্ড বলেন, ‘ওই তিনজনের রক্তের নমুনা পরীক্ষার সময় ভুলবশত একজনের করোনাভাইরাসে সংক্রমণের বিষয়টি ধরা পড়েনি। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্তের বিষয়টি নেতিবাচক ধরা পড়েছে।’

ওই রোগীসহ আরও তিনজন চীন থেকে ফেরার পর তাদের আইসোলেশনে রাখা হয়েছিল। এরপর গত সপ্তাহে তাদের সান ডিয়েগো মেডিকেল সেন্টারে রাখা হয়। সে সময় তাদের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল। এর পর করোনাভাইরাসের ল্যাব পরীক্ষায় নেতিবাচক ফলাফল আসায় তাদের মেরিন কর্পস এয়ার স্টেশনে রাখা হয়। পরে সান ডিয়াগো হাসপাতাল থেকে তাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।

তবে পরবর্তীতে ওই তিনজনের বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় যে, তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এ তথ্য স্থানীয় গণস্বাস্থ্য ও সিডিসিকে জানানো হয়।

এক বিবৃতিতে সিডিসি জানিয়েছে, গত সোমবার ওই রোগী পুনরায় হাসপাতালে আসেন। তিনি কাদের সংস্পর্শে ছিলেন বা কোথায় কাজ করেছেন সে বিষয়ে তদন্ত চলছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো নতুন এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এখন পর্যন্ত চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০৭ জন। অপরদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১৩৮ জন।


জনপ্রিয় বিষয় সমূহ:

Right Menu Icon