English ছবি ভিডিও
Bangla Font Problem?
শেষ আপডেট ৪:৫৫ পূর্বাহ্ণ
ঢাকা, বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২০ ইং , ৮ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ

এপ্রিলে দূর হবে করোনাভাইরাস, ভবিষ্যত বাণী ট্রাম্পের

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Last updated on ফেব্রুয়ারি ১৮, ২০২০ at ০৯:১৯ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। জানা যায়নি এর সংক্রমণের প্রকৃত কারণও। বিজ্ঞানীরা দিনরাত মাথার ঘাম পায়ে ফেলেও এ ভাইরাসের ওষুধ আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এপ্রিল মাসের দিকে গরম আসার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলে যাবে। তবে তার এমন দাবির পেছনে তিনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘চলতি সপ্তাহে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, এপ্রিল মাসের দিকে গরমকাল আসলে করোনাভাইরাস এমনিতেই চলে যাবে।’

ট্রাম্প আরও বলেন, ‘তাপমাত্রা এ ধরনের ভাইরাস মেরে ফেলতে পারে। এটা ভালো দিক।’

মূলত ডোনাল্ড ট্রাম্প তার ‘করোনাভাইরাসের গ্রীষ্মকালীন তত্ত্ব’ গত সপ্তাহে এক টুইট বার্তায় প্রথমবার প্রকাশ করেছিলেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন ধারণার সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। টেক্সাসের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ডিন ড. পিটার হোটেজ বলেন, ‘বসন্ত-গ্রীষ্মের সময় এসব (করোনাভাইরাস সংক্রমণ) নেমে যাবে এটা মেনে নেওয়া হবে খামখেয়ালি ব্যাপার।’

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার বলেন, ‘ট্রাম্পের আশাই আমাদের আমাদের আশা। তবে করোনাভাইরাস গরমকালে চলে যাবে এ ধরনের জানা কোনো জ্ঞান আমাদের নেই।’


জনপ্রিয় বিষয় সমূহ:

Right Menu Icon